Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২২ ১৫:০৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৫:০৪

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি মহানগর ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১২ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে পুলিশ লেক থেকে ওই যুবকর লাশ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে হাতিরঝিল লেকের মহানগর ব্রিজ থেকে পানিতে লাফ দেন ওই যুবক। সেখানে থাকা দুইজন তরুণ ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় সিকিউরিটি গার্ডকে জানায়। এরপর তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লেক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার পরনে ছিল লাল সাদা চেক শার্ট ও কালো ফুল প্যান্ট।

সারাবাংলা/এসএসআর/ইআ

অজ্ঞাত লাশ উদ্ধার হাতিরঝিল লেক

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর