খেরসনে ইউক্রেনের সেনাদের প্রবেশ, উল্লাস বাসিন্দাদের
১২ নভেম্বর ২০২২ ১১:৫১ | আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১২:২৪
ইউক্রেনের গুরুত্বপূর্ণ খেরসন শহরে দেশটির সেনাদের স্বাগত জানিয়েছেন বাসিন্দারা। এসময় উল্লাস প্রকাশ করেন তারা। রাশিয়া কর্তৃক খেরসন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়া পর এই শহরটিতে প্রবেশ করে ইউক্রেনের সৈন্যরা। খবর বিবিসি।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় ইউক্রেনের জাতীয় পতাকা উড়াছেন স্থানীয়রা। এরপর ইউক্রেনের সেনারা রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছেন তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘খেরসন এখন আমাদের শহর।’
রাশিয়ার এই ঘোষণার পর শহরটির বাসিন্দারা খুশিতে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা গান গাইতে থাকেন ও নাচতে থাকেন। তাদের মধ্যে একজন আলেক্সি সান্দাকভ বিবিসি’কে বলেছেন, খেরসন ‘এখন মুক্ত। এটা অন্যরকম অনুভূতি। আজ সকাল থেকে সবাই কাঁদছে।’
শহরটিতে প্রবেশ করা ইউক্রেনীয় সৈন্যদের ‘সবাই আলিঙ্গন করতে চেয়েছিল’ বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, গতকাল শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খেরসনের জনগণ ‘অপেক্ষা করছিলেন’। তারা ‘কখনো ইউক্রেনকে পরিত্যাগ করেননি।’
রাশিয়ার প্রতীকসহ খেরসনের রাস্তাগুলো থেকে ‘দখলকারীদের অবস্থানের যেকোনো চিহ্ন’ মুছে ফেলার জন্য শহরটির বাসিন্দারা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
মস্কো জানিয়েছে, শহরটি থেকে ৩০ হাজার কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রায় ৫ হাজার সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিস সরিয়ে নেওয়া হয়েছে।
গত ফ্রেরুয়ারি ইউক্রেনে হামলার করার পর দেশটির আঞ্চলিক রাজধানী খেরসন দখল করে রাশিয়া। তবে শহরটি থেকে রুশ বাহিনী প্রত্যাহারের ঘটনা মস্কোর জন্য এই যুদ্ধে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সারাবাংলা/এনএস