খেরসন থেকে সকল সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া
১১ নভেম্বর ২০২২ ১৯:৪১
ইউক্রেনের খেরসন অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। শুক্রবার (১১ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে ডিনিপার নদীর পশ্চিম তীর থেকে সকল রুশ সেনাদের সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর মাধ্যমে খেরসন অঞ্চল রুশ সেনামুক্ত হলো। এর আগে গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেরসন থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন।
শুক্রবার খেরসনের প্রশাসনিক ভবনে ইউক্রেনীয় পতাকা উড়তে দেখা গেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ডিনিপারের পশ্চিম তীর থেকে সমস্ত রুশ বাহিনী ও সরঞ্জামাদি পূর্ব তীরে স্থানান্তর করা হয়েছে। কৌশলগত শহর খেরসন থেকে সেনা প্রত্যাহারের সময় কোনো সেনা বা সরঞ্জামের ক্ষতি হয়নি বলেও জানানো হয় বিবৃতিতে।
খেরসন থেকে সেনা প্রত্যাহার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বিব্রতকর নয় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, মস্কো পুরো খেরসন অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবেই দেখছে।
পেসকভ সাংবাদিকদের বলেন, এটি (খেরসন) রাশিয়ান ফেডারেশনের একটি অঞ্চল। এতে কোন পরিবর্তন নেই এবং পরিবর্তন হতে পারে না। পেসকভ বলেন, এই পদক্ষেপ নিয়ে (সেনা প্রত্যাহারের) মস্কোর কোন অনুশোচনা নেই।
গত বুধবার খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় বাহিনীর ক্রমবর্ধমান পাল্টা আক্রমণের মুখে ওই অঞ্চলে রুশ বাহিনীর টিকে থাকার সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এ নির্দেশ দেন পুতিন।
আঞ্চলিক এক ইউক্রেনীয় আইনপ্রণেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডিনিপার নদীর পশ্চিম তীর পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
খেরসন আঞ্চলিক কাউন্সিলের ডেপুটি সেরহি খলান এক ব্রিফিংয়ে বলেছেন, অনেক রাশিয়ান সৈন্য কয়েক মাস খেরসন শহর দখলে রাখার পরেও ইউক্রেনের সেনাদের তোপে শহর ছেড়ে পালাতে পারেনি। তারা সামরিক পোশাক ছেড়ে বেসামরিক পোশাকে জনসাধারণের সঙ্গে মিশে গেছে।
এ বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে একীভূত করার ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এই চার অঞ্চল হলো, খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়া। এর পরপরই ইউক্রেনীয় বাহিনী ব্যাপক পাল্টা আক্রমণ চালিয়ে এসব অঞ্চল পুনর্দখলে নেওয়ার চেষ্টা চালায়। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় খেরসন ছাড়তে বাধ্য হয়েছে রুশ সেনারা। অর্থাৎ, রাশিয়ার সঙ্গে একীভূত করে নেওয়া একটি অঞ্চল ফের ইউক্রেনীয় বাহিনী দখল করে নিয়েছে।
সারাবাংলা/আইই