Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ১৮:০৯

নওগাঁ: ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন গণেশ সিং। আজ বাড়ির ভেতরে গাছে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাড়ির ভেতরের আমগাছে পতাকা টাঙাতে উঠেছিলেন ওই যুবক। সেই দিক দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গিয়েছিল। সেই তারে জড়িয়েই তার মৃত্যু হয়।’

সারাবাংলা/এমও

একজনের মৃত্যু ব্রাজিলের পতাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর