Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ১৩:৩৫

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলা থেকে ধর্ষণ মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-১২ (র‍্যাব-১২)’র একটি দল।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ এ তথ্য জানান। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার তাড়াশ উপজেলার ইশ্বরপুর গ্রামের রওশন ফকিরের বাড়ির সামনে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— শাহজাদপুরের নুকালী পূর্বপাড়া গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন সরকার ও একই এলাকার মৃত রমজান আলীর ছেলে শেরালী হোসেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। দায়ের করা মামলা হওয়ার পর থেকে তারা পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত ইয়াসিন সরকার ও শেরালী হোসেনকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

ধর্ষণ মামলা পলাতক আসামি গ্রেফতার সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর