Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি শিক্ষার্থীর মৃত্যু: হাসপাতাল ভাঙচুরে ক্ষতি ৩৯ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ০৯:১৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ০৯:১৭

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কেজিএম শাহরিয়ারের মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ৩৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে। ভাঙচুরের পর এই তদন্ত কমিটি গঠন করে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আলাদা তদদন্ত কমিটি গঠন করা হয়। সে তদন্ত প্রতিবেদন এখনো জমা দিতে পারেনি তদন্তকারি কর্মকর্তা। তবে খুব তাড়াতাড়ি প্রতিবেদন জমা দেবেন।

বিজ্ঞাপন

রামেক হাসপাতালের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে জমা দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন।

রামেক হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেয়েছি। তদন্ত কমিটি হিসাব-নিকাশ করে বলেছে ভাঙচুরের ক্ষতি হয়েছে ৩৯ লাখ টাকা। তদন্ত কমিটি কিছু সুপারিশও করেছে। সেগুলো বাস্তবায়ন কীভাবে করা যায় তা পর্যালোচনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে— হাসপাতালে আনার আগেই শাহরিয়ারের মৃত্যু হয়েছিল। তাই তার চিকিৎসায় অবহেলা হয়নি। শাহরিয়ারের মৃত্যুর ‘প্রকৃত’ কারণ জানতে মরদেহ কবর তুলে ময়নাতদন্ত করতে সুপারিশ করা হয়েছে।’

হাসপাতালের তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন তো আমি দেখিনি। তাই এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’

বিজ্ঞাপন

গত ১৯ অক্টোবর রাত ৮টার দিকে রাবির হবিবুর রহমান হলের তিনতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষার্থী শাহরিয়ার। তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ৮ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ সময় চিকিৎসায় অবহেলা এবং আইসিইউ বেড না দেওয়ার অভিযোগ তোলেন রাবি শিক্ষার্থীরা। তখন ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাদের মারামারি হয়। পরে হাসপাতালে ভাঙচুর শুরু করে রাবির শিক্ষার্থীরা। এ ব্যাপারে রাবি এবং হাসপাতাল কর্তৃপক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। পুলিশ মামলা দুটি তদন্ত করছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাবি শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর