Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ০০:০২

রাজশাহী: রাজশাহী পবায় ট্রাকচাপায় রাসেল হোসেন (২০) নামে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পবা উপজেলার হরিয়ান মাহিন্দ্রা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল পবা উপজেলার মাহিন্দ্রা এলাকার পশ্চিম কাজিপুর গ্রামের আলমগীরের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম কলেজের শিক্ষার্থী ছিলেন।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। হরিয়ান-মাহিন্দ্রা বাইপাস মোড়ে পৌঁছালে মুরগির বিষ্ঠাবাহী ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে। এ সময় রাসেল ট্রাকের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর মৃতের পরিবার মরদেহ নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য তারা মরদেহ দিতে চাচ্ছেন না। এমনকি মামলাও করতে চাচ্ছেন না। এ বিষয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা চলছে।

ওসি আরও জানান, ওই ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনার পর এর চালক পালিয়ে গেছে। তাকে ধরতে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/পিটিএম

ট্রাকচাপা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর