সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের নতুন সময়সূচির বিজ্ঞপ্তি জারি
১০ নভেম্বর ২০২২ ২১:৩৬
ঢাকা: সুপ্রিম কোর্টের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর থেকে এই সময়সূচি কার্যকর হবে। একইসঙ্গে অধস্তন আদালতে ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করে পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৩ নভেম্বর হতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নলিখিতভাবে নির্ধারণ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি
কোর্টের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল সাড়ে ১০টা হতে বিকেল ৪টা ১৫মিনিট পর্যন্ত। (দুপুর ১টা ১৫মিনিট হতে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)।
অফিসের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত। (দুপুর ১টা ৩০মিনিট হতে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পালন করা হবে।
অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৩ নভেম্বর হতে অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নলিখিতভাবে নির্ধারণ করা হয়েছে।
অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি
কোর্টের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল সাড়ে ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। (দুপুর ১টা ৩০মিনিট হতে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)।
অফিসের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত। (অপরাহ্ন ১টা ৩০মিনিট হতে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি)।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে পালন করা হবে।
বর্তমানে হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের সময়সূচি
কোর্টের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল ৯টা হতে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত। (দুপুর ১২টা ৪৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)।
অফিসের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল ৮টা হতে বিকালে ৩টা পর্যন্ত। (দুপুর ১২টা ৪৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পালন করা হয়।
অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি
কোর্টের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল ৮টা ৩০ মিনিট হতে অপরাহ্ন ২টা পর্যন্ত। (দুপুর ১২টা ৪৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ)।
অফিসের সময়সূচি
রোববার হতে বৃহস্পতিবার: সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত। (অপরাহ্ন ১২টা ৪৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি)।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে পালন করা হয়।
গত ২৫ আগস্ট থেকে এই সময়সূচি কার্যকর করা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম