Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রয়োজনে আইএমএফ থেকে আরও ঋণ পাব’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৯:২৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১১:০৮

ফাইল ছবি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ঢাকা: দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আরও ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমরা ঋণ নিতে চাই না। তবে প্রয়োজন হলে আমরা অবশ্যই আরও ঋণ পাব। তবে এবারের ঋণ নিতে হয়েছে বিশ্বের টালমাটাল পরিস্থিতির জন্য। সদস্য রাষ্ট্র হিসেবে আমরা প্রয়োজন অনুযায়ী আইএমএফ’র কাছ থেকে আরও ঋণ নিতে পারব।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর ফার্মগেইট এলাকায় ডেইলি স্টার কার্যালয়ে প্রতিবন্ধী নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধবিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এম এ মান্নান বলেন, ‘আমি যতটুকু জেনেছি, এমন কোনো কঠিন শর্ত তারা দেয়নি যেটা মানা সম্ভব হবে না। এই শর্তের কথা আমরাও বলি। আমাদের বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। বিশেষ করে আর্থিকখাতে আমরা বলি আসছি। আমরা হুট করেই এই সংস্কার করতে পারছি না। তবে আইএমএফ’র ও আমাদের লক্ষ্য একটাই।’

তিনি আরও বলেন, ‘কোনো ঋণই পর্যাপ্ত নয়। কারণ, যদি সে ঋণ প্রয়োজনের তুলনায় কম হয়। আইএমএফ’র ঋণ প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত মনে করেইতো অর্থমন্ত্রণালয় এই ঋণ চেয়েছে। যদি আরো এক বছর চলমান অবস্থা যদি চলতে থাকে তাহলে হয়তো বা আমাদের আরো ঋণ নিতে হতে পারে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই ঋণের প্রক্রিয়া যখন শুরু হয় তখন থেকেই আমার মনে কোনো সংশয় ছিল না। কারণ এই ঋণ আমরা পাব। ইতোমধ্যে মাননীয় অর্থমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, আইএমএফ ঋণ দেবে। এখন তাদের কিছু ঘরের কাজ বাকি আছে। এখন তারা এটা কতৃপক্ষের কাছে তুলবে। সেখান থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সাড়ে ৪ বিলিয়ন ডলার আমাদের অর্থ মন্ত্রণালয়ই তো চেয়েছে। এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা অনুমোদিত হয়েছে, এটাকে কাজে লাগাবো। আমাদের কাজ হচ্ছে, তাদের ঋণের অর্থগুলোকে যথাযথভাবে কাজে লাগানো, ঋণ যথা সময়ে পরিশোধ করা। ঋণ পরিশোধে আমাদের অতীত রেকর্ড ভালো, এখনও ভালো।’

সারাবাংলা/জেজে/পিটিএম

আইএমএফ ঋণ পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর