Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খেলাধুলা যুবসমাজকে মাদকাসক্ত থেকে বের করে আনতে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৮:৩২

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদকে আসক্ত হওয়া থেকে বের করে নিয়ে আসতে পারবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল (সুপ্রিম কোর্ট ক্রিকেট প্রিমিয়ার লীগ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি আপনাদের আজকের এই আয়োজনকে স্বাগত জানাই। আপনারা জানেন সমস্ত ইয়াং জেনারেশন আজ হুমকির সম্মুখীন। হুমকির সম্মুখীন মাদকের জন্যে। আদালতে যখন আমরা দেখি, অধিকাংশ মেজর অফেন্সগুলো (বড় অপরাধ) হওয়ার পর যখন বিচারের জন্যে আমাদের সামনে আসে, এর বড়ো একটা অংশ হচ্ছে মাদক।’

তিনি বলেন, ‘ইন্টার ইয়ং জেনারেশন আপনারা খেলার দিকে মনোযোগ দেবেন, আন্তর্জাতিকভাবে দেশের সম্মান বয়ে নিয়ে আসবেন। আমার বিশ্বাস খেলাধুলা এই মাদকে আসক্ত যুবসমাজকে বের করে নিয়ে আসতে পারবে। সেজন্য অমরা খেলাধুলার দিকে মনোযোগ দেব।’

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমি কয়েক বছর আগে ইন্ডিয়ার লক্ষ্ণৌতে একটা কনফারেন্সে গিয়েছিলাম। ওই সময় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিরা উপস্থিত ছিলেন। সেখানে আমার পাশে বসেছিলেন ঘায়েনার প্রধানমন্ত্রী। উনার সঙ্গে আস্তে আস্তে আমার বন্ধুত্ব হয়ে যায়। আপনারা জানেন ঘায়না একটা ছোট্ট রাষ্ট্র, জর্জটাউন এর রাজধানী। সেই ভদ্রলোক আমাকে খেলার কথা বলেন। তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কয়েকজন খেলোয়ারের নাম বললেন। ওনি আমাকে বললেন দেখুন আপনারা যদি ওদের বের করতে না পারেন আমাদেরকে বলুন। আমাদের ওখানে পাঠিয়ে দিন। আপনারা খেলাধুলাকে গুরুত্ব দেবেন।’

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি বলেন, ‘এই খেলাগুলো আমাদের জাতির গৌরবকে বৃদ্ধি করে। ক্রিকেট খেলা বিশ্বে আমাদের জাতির গৌরব বৃদ্ধি করছে।’

এরপর কবুতর উড়িয়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লীগের (এসপিএল) উদ্ধোধন ঘোষণা করেন। পরে ব্যাট হাতে নেন প্রধান বিচারপতি আর বল করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সম্পাদক আব্দুন নুর দুলাল ছাড়াও সুপ্রিম কোর্ট বারের কাযনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবীদের সংগঠন তরুণ চত্বরের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়েছে। এ খেলায় অংশ নেবেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তৃতীয় বারের মতো অনুষ্ঠিত আইনজীবীদের এ ক্রিকেট টুর্নামেন্টে ৩৯টি দল অংশ নেবে। প্রতিটি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবেন। খেলবেন ছয় সদস্য আর খেলা হবে ছয় ওভারে। এর মধ্যে নারী আইনজীবীদের রয়েছে দু’টি দল এবং বিচারকদের নিয়েও রয়েছে একটি দল।

সারাবাংলা/কেআইএফ/ইআ

খেলাধুলা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী যুবসমাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর