চুরি-ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার, ১৮টি মোবাইল উদ্ধার
সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৭:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৭:৩০
১০ নভেম্বর ২০২২ ১৭:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৭:৩০
ঢাকা: রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিম। একইসঙ্গে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. হারুন ওরফে আনিছুজ্জামান (৪৫), মো. হারুন অর রশিদ (৩৯), মো. সোহেল (৩২), মো. এনামুল হক (৩৮) এবং মো. নূর ইসলাম (৩২)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় গোয়েন্দা গুলশান বিভাগ চুরি ও ছিনতাই চক্রের ওপর গোয়েন্দা নজরদারি শুরু করে। গতকাল পল্টন থানাধীন বঙ্গবন্ধু এভিনিউয়ের রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চোরাই মোবাইল কেনাবেচার সময় চুরি ও ছিনতাই চক্রের তিন জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে অপর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. হারুন ওরফে আনিছুজ্জামান ও মো. হারুন-অর-রশিদ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, মিটিং-মিছিলে অংশ নিয়ে মোবাইল-ম্যানিব্যাগসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে থাকে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ডিএমপি’র গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমের নির্দেশনায় ক্যান্টনমেন্ট জোনাল টিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
সারাবাংলা/ইউজে/এমও