নিহত বুয়েট ছাত্র ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে
১০ নভেম্বর ২০২২ ১৪:১৯
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বান্ধবী বুশরাকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম মওলা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে আবেদন করেন।
বৃহস্পতিবার সকালে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না।
ফারদিনের মাথা ও বুকে আঘাতের চিহ্ন: চিকিৎসক
উল্লেখ্য, বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দু’দিন পর সোমবার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় ফারদিনের মরদেহ।
ময়নাতদন্তে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশের মাথার বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুকের ভেতরেও আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।
সারাবাংলা/এআই/এমও