Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমএন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৩:৩৬

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৯তম মৃত্যুবার্ষিকী ও ‘জুম্ম জাতীয় শোক দিবস’ পালিত হয়েছে। ‘‘জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন, সকল প্রকার বিভেদ ও জুম্ম স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্র প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন’’ এ স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মানবেন্দ্র নারায়ণ লারমা স্মরণে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ (পিসিজেএসএস) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডা.গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা।

আলোচনা সভায় বক্তারা জানান, জুম্ম জনগণের অধিকার আদায়ে লড়াই করতে করতে জীবন দিয়েছেন মানবেন্দ্র নারায়ণ লারমা। দীর্ঘ সময়ে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে জুম্ম জনগণের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। সকল বিভেদ ভুলে এবং জুম্ম জনগণের স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনে অগ্রসর হতে সকলকে আহবান জানান তারা।

এদিকে, রাঙামাটি জেলা শহর ছাড়াও জেলার অন্যান্য উপজেলাতেও দিবসটি পালন করেছে জনসংহতি সমিতি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমার মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি রাঙামাটির সহ-সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটির সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৮৩ সালের ১০ নভেম্বর আততায়ীদের গুলিতে নিহত হন মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির বর্তমান সভাপতি জোত্যিরিন্দ্র বোধিপ্রিয় লামরার (সন্তু লারমা) বড় ভাই। এই দিনটিকে জনসংহতি সমিতি জুম্ম জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে।

সারাবাংলা/ইআ

এমএন লারমা জুম্ম জাতীয় শোক দিবস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর