Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ০৮:২০ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৩:৪৬

গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলার কচুয়াহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

উপজেলার কচুয়াহাটে গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— কচুয়াহাট গ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৫) ও ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩০)। আর আহত ব্যক্তি হলেন- কচুয়াহাট গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত ১১ টার সময় দুইজন মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। এরমধ্যে কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ ছিটকে রাস্তায় পড়ে যায় মোটরসাইকেলে চালক ও আরোহী। এ সময় ঘটনাস্থলে তারা দুজন মারা যান এবং একজন পথচারী গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টা নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রজব আলী। তিনি জানান, আহত এবং নিহত সকলের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

গাইবান্ধা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর