Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক ঋণ সহজিকরণ চান নারী উদ্যোক্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ১৯:৩৯

ঢাকা: দেশের অর্থনীতিতে নারীর অবদান অসামান্য হলেও নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। নারী উদ্যোক্তাদের উন্নয়নে ব্যাংক ঋন প্রাপ্তি সহজিকরণসহ তৈরি পণ্য বাজারজাতকরণে নীতি সহায়তার আহ্বান জানিয়েছেন বিভিন্ন খাতের উদ্যোক্তারা।

বুধবার (৯ নভেম্বর) সকালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে আয়োজিত উইমেন অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে। এর কারণ হিসেবে একসেস টু ফাইন্যান্স এবং একসেস টু মার্কেটের অভাব বলে মনে করে, নারীদের স্বল্প সুদসহ ঋন প্রাপ্তি সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।’

এফবিসিসিআই সভাপতি নারী উদ্যোক্তার তৈরি পণ্যের বাজার নিশ্চিত করতে পণ্যের ব্র্যান্ডিং জরুরি বলে মনে করেন এবং এক্ষেত্রে জেলা পর্যায়ের বাণিজ্য মেলাগুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

এদিকে নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের পাশাপাশি জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাবস্থা ও ব্যাংক ঋন পেতে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

কমিটির ডিরেক্টর ইনচার্জ ড. মুনাল মাহবুব জানান, নারীদের ব্যাংক লোন প্রাপ্তির ক্ষেত্রে বাবা, স্বামীসহ পরিবারের পুরুষদের গ্যারান্টার হিসেবে রাখতে হয়, যেটা অসম্মানের। পারিবারিক সহায়তা না থাকলে অনেক সময় নারীরা ঋন পান না। নারী উদ্যোক্তার ব্যাংক ঋণসহ ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজিকরণ করতে হবে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ইসমত জেরিন খান। তিনি নারীর সক্ষমতা বৃদ্ধিতে নিজের জমিসহ পুঁজি কাজে লাগানোর মাধ্যমে এগিয়ে আসার তাগিদ দেন।

এ ছাড়া সহসভাপতি মো. আমিন হেলালী নারীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি আরও সহজ করা উচিৎ জানিয়ে, নারী উদ্যোক্তাদের উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন কমিটির কো-চেয়ারম্যান স্বর্ণলতা রায়, ফাতেমা জোহরা আক্তার, সাথী বিলকিস ইয়াসমিন, তৌহিদা সুলতানা, সারাহ কামাল, এফবিসিসিআইয়ের পরিচালক মো. রেজাউল করিম রেজনু, এমজিআর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, ড. নাদিয়া বিনতে আমিন, আক্কাস মাহমুদসহ অন্যান্যরা।

সারাবাংলা/ইএইচটি/ইআ

এফবিসিসিআই নারী উদ্যোক্তা ব্যাংক ঋণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর