জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ১৯:৩০ | আপডেট: ৯ নভেম্বর ২০২২ ১৯:৪১
৯ নভেম্বর ২০২২ ১৯:৩০ | আপডেট: ৯ নভেম্বর ২০২২ ১৯:৪১
ঢাকা: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে সিলেট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম। সিটিটিসির একজন কর্মকর্তা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার রাফাত সাদিক সাইফুল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সারাবাংলা/ইউজে/পিটিএম