Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডোবা থেকে ‘প্রতিবন্ধী’ ব্যক্তির লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ১৮:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডোবা থেকে ‘শারীরিকভাবে প্রতিবন্ধী’ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৪০ বছর বয়সী লোকটির পরনে প্রিন্টের গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। মৃত ব্যক্তির আগে থেকেই ডান হাত ছিল না। বাম হাতটি কাপড় দিয়ে পেছন থেকে পেঁচিয়ে গলার সঙ্গে বাঁধা ছিল। আমাদের ধারণা, তাকে শ্বাসরোধ করে খুন করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে।’

‘স্থানীয়রা কেউ মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। তাকে ওই এলাকায় নিয়ে খুন করা হয়েছে নাকি বাইরে থেকে খুন করে লাশ এনে ডোবায় ফেলা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।‘- বলেন ওসি

সারাবাংলা/আরডি/ইআ

লাশ উদ্ধার শারীরিকভাবে প্রতিবন্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর