রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ১৭:২৭
৯ নভেম্বর ২০২২ ১৭:২৭
রংপুর: রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবজার রহমান (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর সাহেবগঞ্জ বটতলা এলাকার একটি ইটভাটার ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবজার কাউনিয়া উপজেলার জয়বাংলা বাজারের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আবজার। পরে তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/ইআ