Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প

সারাবাংলা ডেস্ক
৯ নভেম্বর ২০২২ ১৬:২৬

ঢাকা: বিগত এক দশকের বেশি সময় ধরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা-সংস্কৃতি, চিকিৎসা, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানাবিধ সিএসআর কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, এ বছর ৬ষ্ঠ বারের মতো যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী ২০ নভেম্বর থেকে দুই সপ্তাহব্যাপী নেদারল্যান্ডসের বিশিষ্ট ডাক্তার এবং প্লাস্টিক সার্জনদের দ্বারা বিনামূল্যে প্লাষ্টিক সার্জারীর মাধ্যমে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ ধরণের সামাজিক কর্মকাণ্ড ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের ইতিহাসে যমুনা ব্যাংক লিমিটেড ছাড়া অন্য আর কোনো ব্যাংক কখনোই করেনি। সর্বশেষ অনুষ্ঠিত ৫টি ক্যাম্পে বিনামূল্যে দুই হাজার ৩৬১ জন রোগীর চিকিৎসাসহ ৭৭১ জন সার্জারীর সু্যোগ পান।

আগ্রহী চিকিৎসা প্রার্থীরা যমুনা ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখা/উপশাখা থেকে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২২।

সারাবাংলা/ইআ

প্লাস্টিক সার্জারি ক্যাম্প যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর