ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯ নভেম্বর ২০২২ ১৫:৫২
ঝিনাইদহ: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জামাল মাহবুব (৪০) ও বাপ্পী শেখ (২২) নামে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে শৈলকুপা উপজেলার চাঁদপুর ও হরিনাকুন্ডু উপজেলার মথুরাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল যশোরের পুলের হাট এলাকার তাপসী ডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং বাপ্পী ঝিনাইদহের হরিনাকুন্ডুর হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে জমি চাষ করা ট্রাক্টর কিনে ট্রাকে করে যশোরে যাচ্ছিলেন জামাল। পথিমধ্যে শৈলকুপার দুধসর নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল মাহবুব। সে সময় আহত হয় তার সঙ্গে থাকা অপর একজন।
অন্যদিকে সকালে বাড়ি থেকে নসিমন যোগে পাশ্ববর্তি একটি ইটের ভাটায় যাচ্ছিলেন বাপ্পী। পথমিধ্যে মথুরাপুরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাছির উদ্দিন জানান, জামাল ও বাপ্পী হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
সারাবাংলা/ইআ