আমার গাড়ি দেখলেই ফুল বিক্রেতারা বলে ওঠে ‘খেলা হবে’
৯ নভেম্বর ২০২২ ১৩:১৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২২ ১৫:৫৭
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তায় চলাচলের সময় আমার গাড়ি দেখলেই ফুল বিক্রেতারা বলে ওঠে ‘খেলা হবে’। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়ও দু’টি রাজনৈতিক দল থেকে শ্লোগান দেওয়া হয়েছিল, খেলা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, খেলা হবে। একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন খেলা হবে। এটা একটা রাজনৈতিক রিউমার।
বুধবার (৯ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আওয়ামী লীগের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি খেলা হবে বলতে বুঝিয়েছি বিএনপির অনিয়ম দুঃশাসন, হাওয়া ভবনের কেলেঙ্কারি, আগুন সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। এটা একটা পলিটিক্যালি রিউমার। এটা নরেন্দ্রমোদীও বলেছেন, মমতাও বলেছেন, খেলা হবে। দেশের মানুষও মনে করে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। তারা এখন সভা সমাবেশ করছে। সামনে তারা আগুন নিয়ে খেলা করবে। তবে আমাদের খেলা আগুন নিয়ে নয়।’
তিনি বলেন, ‘বিএনপি যত কথাই বলুক না কেন, তারা আগামী নির্বাচনে আসবে। তারা আন্দোলনের পাশাপাশি নির্বাচনে আসার প্রস্তুতিও নিচ্ছে। আমরাও চাই তারা নির্বাচনে আসুক।’
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমানে পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অস্তিত্ব নেই। বাংলাদেশেও আদালতের রায়ে তা বাতিল হয়ে গেছে। তাই বর্তমোনে দেশে শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সরকার কেবল তার রুটিন দায়িত্ব পালন করবে। সব কিছু তখন নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। কাজেই বিএনপি মুখে যাই বলুক না কেন, শেষ মুর্হুতে তারা নির্বাচনে আসবে।’
বিএনপির সভাবেশ পরিবহন ধর্মঘট দিয়ে বাধা সৃষ্টি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ধরনের বাধা সৃষ্টি করা হয়নি। কারণ পরিবহন নিয়ন্ত্রণ করে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা যিনি সভাপতি। আর বাসদ এর নেতা হলে সাধারণ সম্পাদক। ফলে এটা তারা বলতে পারবেন।’
সারাবাংলা/জিএস/ইআ