সাফজয়ী অপরাজিত চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা
৯ নভেম্বর ২০২২ ১২:০৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২২ ১৬:৩৬
ঢাকা: সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাফজয়ী নারী ফুটবলারদের ৫ লাখ ও প্রশিক্ষকদের দুই লাখ করে আর্থিক সম্মাননার চেক তুলে দেন তিনি।
বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২’এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় তাদের জন্য এই সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী।
উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ, যা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে ছিল অনন্য নজির। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি।
তবে দেশে ফিরেই ঘোষণা আসে সংবর্ধনার। সে হিসেবে সাফজয়ীদের আর্থিক সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হলো। নিজ কার্যালয়ে সাফজয়ী ২৩ ফুটবলারের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী একে একে সাফজয়ী মেয়েদের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের প্রত্যেককে ২ লাখ টাকার চেক হাতে তুলে দেন। এরপর পুরো দল মিলে প্রধানমন্ত্রীর হাতে সাফের শিরোপা তুলে দেয় এবং ফটোসেশানে অংশ নেয়। সাফজয়ী ফুটবল দলের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক ফুটবল হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হোসেন রাসেল, বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি কাজী সালাউদ্দিনসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা জয়লাভ করে বাংলাদেশের মেয়েরা।
সারাবাংলা/এনআর/এনএস