Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে মাদরাসার দফতরিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ০৯:২৯

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদরাসার এক দফতরিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হাফেজ দিলদার আলম (২৮)।

উপজেলার চাকঢালা আমতলী মাঠ এলাকায় গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত দিলদার আলম চাকঢালার স্থানীয় মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার দফতরি ও স্থানীয় বাসিন্দা ইসলাম সওদাগরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে কাজ শেষে মাদসারা থেকে বাড়ি ফিরছিলেন দিলদার আলম। এসময় চাকঢালার আমতলী মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে পথরোধ করে ধারাল দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এনএস

কুপিয়ে হত্যা টপ নিউজ নাইক্ষ্যংছড়ি বান্দরবান মাদরাসার দফতরিকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর