Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচার অর্থ ফেরত আনতে ৮ দেশের সঙ্গে চুক্তি করবে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২২ ২১:১৯

ঢাকা: পাচার করা অর্থ ফেরত আনতে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে খসড়া চুক্তি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দাখিল করবে। এই আটটি দেশ থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, রেকর্ডপত্র সংগ্রহ, পাচার করা অর্থ পুনরুদ্ধার কার্যক্রমে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স ট্রিটি) করার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর দুদক থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো পত্রের ভিত্তিতে বিএফআইইউ থেকে একটি জবাবসহ অনুরোধপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। এরপর গত ১ নভেম্বর এ বিষয়ে একটি সভা হয়। যেখানে দুদকসহ অন্যান্য দফতর অংশ নেয়।

মাহবুব হোসেন আরও জানান, যদি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিটেন্স ট্রিটির আওতায় এই দেশগুলো এক মত হয়, তাহলে সাক্ষ্য-প্রমাণ ও রেকর্ডপত্র সংগ্রহের প্রক্রিয়া সহজ হবে। এর মাধ্যমে পাচার করা অর্থ ফেরত আনার পথ আগের তুলনায় সহজ হবে।

সারাবাংলা/এসজে/পিটিএম

চুক্তি দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর