Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা সীমাবদ্ধতার মধ্যেও পাসপোর্টের কাজ করা হচ্ছে: মহাপরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২২ ১৮:৫২ | আপডেট: ৮ নভেম্বর ২০২২ ১৯:২১

ঢাকা: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেছেন, নানা সীমাবদ্ধতার মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে অধিদফতরের সম্মেলন কক্ষে পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন রিপোটার্স ফোরাম (পিআইআরএফ) নেতাদের সঙ্গে ডিজির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে ডিজি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নূরুল আনোয়ার বলেছেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাসপোর্ট সেবাকে সহজীকরণ করতে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

এ সময় পিআইআরএফের সভাপতি দৈনিক ভোরের কাগজ পত্রিকার আছাদুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা আতাউর রহমানের নেতৃত্বে ২৫ সদস্যের একটি টিম নবনিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ভিসা ও ইমিগ্রেশন) সেলিনা বানু, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসাইন, পরিচালক (প্রশাসন ও অর্থ), শিহাব উদ্দিন খান, পরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) মো. সাঈদুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/ইউজে/ইআ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর