অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
৮ নভেম্বর ২০২২ ১৫:৩০ | আপডেট: ৮ নভেম্বর ২০২২ ১৫:৩৫
ঢাকা: অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে অফিসে বা বাড়িতে বিলাসী পণ্য ব্যবহার কমাতে হবে। কৃষিতে জোর দিতে হবে। চাল, ডাল মুরগি, সবজি ও মাছসহ কৃষিপণ্য উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। ডিসিদের ঘুরে ঘুরে আবাদি জমি খুঁজে বের করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেক বৈঠকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে আরও সাবধান হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প যাচাই বাছাইয়ে কঠোর হতে হবে। আয়েশি আইটেম [প্রকল্প] বাদ দিতে হবে। তবে ছোট, গ্রামীণ এবং কল্যাণমুখী প্রকল্পের বিষয়ে আপস করা যাবে না। এগুলোকে অগ্রাধিকার দিতে হবে। বড় প্রকল্পের ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে সম্ভাব্যতা যাচাই ভালোভাবে করতে হবে।
এছাড়া ডেঙ্গু থেকে সচেতন থাকারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা করোনা পরিস্থিতি আয়ত্তে এনেছি। এখন অনেক বেশি সর্তক হতে হবে। এক্ষেত্রে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগকে সচেতন হতে হবে এবং সাধারণ নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে বলেন, কৃষি আমাদের প্রাণ। তাই আন্তর্জাতিকভাবে অবস্থা খারাপ হলেও কৃষি যদি ঠিক থাকে আমরা খেয়ে চলতে পারব। বর্তমানে মাঠে আমন ধান সোনালি রঙ ধারণ করেছে। আশা করছি ভালো হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে। বিশেষ করে চলতি অর্থবছরের ৩ মাসে রেমিট্যান্স যা এসেছে গত অর্থবছরের একই সময়ের চেয়ে তা বেশি। রফতানি গত চার মাসে ১৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। সুতরাং, রফতানি বেড়েছে । সরাসরি বিদেশি বিনিয়োগ এ বছর এসেছে ৪৫৭ মিলিয়ন ডলার। গত বছর একই সময়ে ছিল ৩৭৫ মিলিয়ন ডলার।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলসি খোলার পরিমাণ কমে ১৮ দশমিক ৫৮ বিলিয়ন হয়েছে। যেটা গত অর্থবছর হয়েছে ২০ বিলিয়ন ডলার। রিজার্ভের হিসাব ঠিকে আছে। আইএমএফ একমত হলো কিনা তাতে আমাদের কিছু যায় আসে না।
সারাবাংলা/জেজে/আইই