মেডিসিন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি টিটু, মহাসচিব কবীর
৭ নভেম্বর ২০২২ ১৯:৫২ | আপডেট: ৭ নভেম্বর ২০২২ ২০:০৭
ঢাকা: চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. টিটু মিয়া। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
সম্প্রতি রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব মিউজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৩-২৪ সেশনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৪৫২ ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন অধ্যাপক টিটু মিয়া। অন্যদিকে, সবচেয়ে বেশি ৫৭৮ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন অধ্যাপক আহমেদুল কবীর।
দুই বছর মেয়াদি এই কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ডা. ফয়জুল ইসলাম, অধ্যাপক এম এ কাশেম ও অধ্যাপক আমিনুল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক সুদীপ রঞ্জন দেব। এছাড়া যুগ্ম সচিব হয়েছেন ডা. গোবিন্দ চন্দ্র বণিক ও ডা. আব্দুস সাত্তার সরকার।
নির্বাচনে সেক্রেটারি ফর সায়েন্টিফিক অ্যাফেয়ার্স পদে নির্বাচিত হয়েছেন ডা. সায়েদ গোলাম মওলা, অ্যাসিসেন্ট সায়েন্টিফিক ডা. আব্দুর রহিম। এছাড়া নির্বাচনে প্রকাশনা সম্পাদক পদে ডা. মাহফুজুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. দুর্বা হালদার, আন্তর্জাতিক সম্পাদক পদে ডা. রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে ডা. ফজলে রাব্বি, ডা. মোস্তফা কামাল, ডা. নাহিদা জাফরিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক নাজমুল আহসান, অধ্যাপক এম এ জলিল চৌধুরী, অধ্যাপক ডা. এম এ ফয়েজ, অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, অধ্যাপক কাজী তারিকুল ইসলাম, অধ্যাপক রোবেদ আমিন, অধ্যাপক রেদওয়ানুর রহমান, অধ্যাপক খাজা নাজিম উদ্দিন, অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক মো. রাজিবুল আলম, অধ্যাপক এনামুল করিম, অধ্যাপক রুবিনা ইয়াসমিন, অধ্যাপক সফিকুল বারী, মো. আব্দুর রহিম, অধ্যাপক গোলাম কিবরিয়া খান, অধ্যাপক জহির উদ্দিন, অধ্যাপক শ্যামল সরকার, অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক দিলীপ কুমার ধর, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক হুমায়ন কবির এবং অধ্যাপক মনোয়ার আলী।
সারাবাংলা/পিটিএম
অধ্যাপক আহমেদুল কবীর অধ্যাপক এম এ কাশেম অধ্যাপক টিটু মিয়া নির্বাচন মেডিসিন সোসাইটি অব বাংলাদেশ