Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ১৯:৫২

ফাইল ছবি

ঢাকা: চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মাদ কাদের এমপি।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে ঢাকায় নিযুক্ত চীনের অ্যাম্বাসেডর লি জিমিংয়ের সৌজন্য সাক্ষাতের সময় কাদের এ কথা বলেন। এ সময় তাদের মাঝে বন্ধু প্রতিম দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতের সময় চীনের অ্যাম্বাসেডর লি জিমিং বলেন, ‘চীন সব সময় বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে।’

সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা, বিশেষ দূত মাসরুর মওলা ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

এ সময় করোনাকালীন টিকা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য চীন সরকার ও চীনের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান গোলাম মোহাম্মাদ কাদের।

সারাবাংলা/একে

জাতীয় পার্টি জাপা জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর