Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোরের পাতা সম্পাদক এরতেজার জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ১৭:৫২

ঢাকা: জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেফতার দৈনিক ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

এদিন আসামি পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী কাজী নজিব উল্যাহ হিরু, মোকলেছুর রহমান বাদল। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত বিশ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিনের আদেশ দেন।

খিলক্ষেত থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) সেলিম খান এ তথ্য নিশ্চিত করেন।

গত ১ নভেম্বর রাতে গুলশান-২-এর অফিস থেকে কাজী এরতেজাকে গ্রেফতার করা হয়। এরপর গত ২ নভেম্বর তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় একটি জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। ওই মামলায় তদন্ত করে পিবিআই (কল্যাণপুর টিম)। তদন্তে জালিয়াতি ও প্রতারণার সত্যতা পাওয়ায় এরতেজাকে গ্রেফতার করা হয়েছে।

আশিয়ান গ্রুপের পরিচালক নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেছিল। এ মামলার অন্যান্য আসামিরা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।

উল্লেখ্য, কাজী এরতেজা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের সম্পাদক।

সারাবাংলা/এআই/পিটিএম

কাজী এরতেজা জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর