Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ১৬:৫৩

ঝিনাইদহ: ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে শহরের পুরনো ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে সরকারি কে সি কলেজ থেকে একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগ। অপরদিকে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপি’র নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

ছাত্রলীগের মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা বিএনপি’র মিছিলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ।

সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে পোস্ট অফিস মোড়ে অবস্থান নেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা স্থানীয় এক যুবলীগ নেতার মালিকাধীন ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর করে।

জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপুর্ণ মিছিল করছিলো। সেখানে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়েছে।’

এদিকে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রোগ্রাম করছিলাম। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।’

যুবলীগ নেতার ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুরের বিষয়টি তিনি অস্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ঝিনাইদহ বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর