Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক বিশাল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ১৪:৩০ | আপডেট: ৭ নভেম্বর ২০২২ ১৫:৪৩

নরসিংদী: জেলার রায়পুরায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক বিশাল নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল।

সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিশালের গ্রামের বাড়ি বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে। আজ মোটরসাইকেলযোগে তিনি ঢাকায় ফিরছিলেন।

ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৈরবগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যান। আর সজল গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, কাভার্ডভ্যানের পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

ওমর ফারুক বিশাল ভারতের অনুপম রায়, শ্রীকান্ত, বাংলাদেশের তাহসান, সালমা, সাব্বির নাসিরসহ অনেক জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন। সেসবের অনেকগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সাব্বির নাসিরের গাওয়া ‘দমে দমে’ ‘আমারে দিয়া দিলাম তোমারে’ ‘আধা’ গানগুলো বহু শ্রোতাপ্রিয় গান।

এই মুহূর্তে কলকাতার তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায় বিশালের কথায় গেয়েছেন ‘পারছি তো খুব। ’

ওমর ফারুক বিশাল সর্বশেষ জিনিউজ২৪.কম এ কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। এ ছাড়া তিনি অনেক গান লিখেছেন ও সুর করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

টপ নিউজ সড়ক দুর্ঘটনা সাংবাদিক নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর