Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮০ লাখ টাকার সোনাসহ ভারতগামী যাত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ১২:৩৮

যশোর: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯টি সোনার বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) এক যাত্রীকে গ্রেফতার করেছেন শুল্ক গোয়েন্দারা।

সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ভারতে যাওয়ার সময় তাকে এক কেজি ৪৪ গ্রাম ওজনের সোনাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার সোনার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

বেনাপোল কাস্টম হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের খবর পেয়ে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেন। এ সময় সিদ্দিকুর তার পাসপোর্টের সব কার্যক্রম শেষে ভারতে প্রবেশের আগে তাকে আটক করা হয়। এ সময় তার পড়নের প্যান্টের ভেতর তল্লাশি করে ৯টি সোনার বার পাওয়া যায়।

আটক সোনা পাচারকারীকে মামলা দিয়ে সোনারবারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

যাত্রী গ্রেফতার সোনা উদ্ধার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর