Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলক্ষেত তুলা মার্কেটের অবৈধ ১৮৮ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২২ ২২:২৫

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নীলক্ষেত রোড সাইড মার্কেট (তুলা মার্কেট) অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে সংস্থাটি। অভিযানের প্রথম দিন রোববার মার্কেটের ১৮৮ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে আগে থেকেই সব দোকানপাট বন্ধ রাখেন দোকানিরা।

বিজ্ঞাপন

ডিএসসিসি জানিয়েছে নীলক্ষেত তুলা মার্কেটের ১ম তলায় শুধু ৩৫ টি বৈধ দোকান রয়েছে। তিন তলা মার্কেটের ২য় ও ৩য় তলা ৭৫টি করে মোট ১৫০টি এবং ১ম তলায় অবৈধভাবে আরও ৩৮টি দোকান সম্প্রসারণ ও নির্মাণ করা হয়। সব মিলিয়ে তুলা মার্কেটে মোট ১৮৮টি অবৈধ দোকান ছিল।

অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ‘নীলক্ষেত তুলা মার্কেটের বৈধ ৩৫টি দোকানের ওপর ভিত্তি করে একটি অসাধু চক্র নিয়ম বহির্ভূতভাবে ১৮৮টি অবৈধ দোকান নির্মাণ ও সম্প্রসারণ করেছে। অভিযানে ১ম তলার বৈধ ৩৫টি দোকান বাদে বাকি সব দোকান ভেঙে ফেলা হবে।’

করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন পুরো উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন। সোমবারও (৭ নভেম্বর) উচ্ছেদ অভিযানের বাকি কার্যক্রম চলবে বলে জানান তিনি।

সারাবাংলা/আরএফ/একে

অবৈধ দোকান উচ্ছেদ টপ নিউজ তুলা মার্কেট