নারীর সঙ্গে প্রতারণা: ‘গুরুপাপে লঘুদণ্ড’ সিনিয়র সহকারী সচিবের!
৬ নভেম্বর ২০২২ ২০:৫৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ২২:৩৮
ঢাকা: সুনামগঞ্জের তাহিরপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজ। তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নারীর পরিচয় হয়। এর পর ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান তিনি। যা সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘অসদচারণ’ হিসেবে প্রমাণিত। এ জন্য তার গুরুদণ্ড পাওয়ার কথা। কিন্তু নবীন কর্মকর্তা হওয়ায় তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। ‘গুরুপাপের’ জন্য তার বিরুদ্ধে আনা ‘লঘুদণ্ড’ হলো- আগামী তিন বছরের জন্য আসিফের বেতন কমানো হয়েছে।
গত ৩১ অক্টোবর আসিফ ইমতিয়াজকে বেতন কমানোর ‘লঘুদণ্ড’ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বর্তমানে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন।
প্রজ্ঞাপন বলা হয়, তাহিরপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে ময়মনসিংহের এক নারীর সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তোলেন। এর পর ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন এবং তার নামে চট্টগ্রামের কদমতলীতে স্ট্যান্ডার্ড ব্যাংকে একটি হিসাব খোলা ও পরিচালনার অভিযোগ ওঠে। এসব অভিযোগে আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
মামলার তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। কিন্তু অভিযুক্ত কর্মকর্তা নবীন হওয়ায় তাকে লঘুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ‘অসদাচরণ’র অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(২)(খ) বিধি অনুযায়ী তাকে আগামী তিন বছরের জন্য ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’ করা হয়েছে। অর্থাৎ ৬ষ্ঠ গ্রেডের ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতন স্কেলের নিম্নধাপ ৩৫ হাজার ৫০০ টাকা মূল বেতনে অবনমিতকরণ সূচক লঘুদণ্ড দেওয়া হলো। দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে ফিরে যাবে। এমনকি তার কোনো বকেয়াও থাকবে না।
বিবাহবহির্ভূত কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ইউএনও আসিফ ইমতিয়াজকে সরিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে পদায়ন করা হয়েছিল। কিন্তু আইসিটি বিভাগ তাকে নেয়নি।
সারাবাংলা/জিএস/ইআ/পিটিএম