Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাস-নছিমনের মুখোমুখি সংর্ঘষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২২ ১৮:৪৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৮:৪৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনের দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

রোববার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়ার দবিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবীর বলেন, ‘রাজশাহী থেকে ঢাকাগামী নাশ্যানাল ট্রাভেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই নছিমনের দুই যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।’

আহতদের মধ্যে একজন বাসের যাত্রী ও বাকি চারজন নসিমনের যাত্রী ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।’

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ২ মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর