অর্থের বিনিময়ে মিলবে টুইটারে ব্লু টিক চিহ্ন
৬ নভেম্বর ২০২২ ১৬:০০ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৬:০৩
মাসে ৮ মার্কিন ডলারের বিনিময়ে টুইটার একাউন্টে নামের পাশে ব্লু টিক চিহ্ন নিতে পারবেন গ্রাহক। টুইটারের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। টুইটারের নতুন মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাপলের আইওএস ডিভাইসের একটি আপডেটে টুইটার ব্যবহারকারীদের কাছে পাঠানো বার্তায় টুইটার জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশের ব্যবহারকারীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে। ওইসব দেশের ব্যবহারকারীরা প্রতি মাসে ৭.৯৯ মার্কিন ডলারের বিনিময়ে টুইটারে ব্লু টিক মার্ক নিতে পারবেন। অর্থাৎ, এখন চাইলে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে ব্লু টিক চিহ্ন নিতে পারবেন।
এতদিন টুইটারে ভেরিফায়েড একাউন্ট বিনামূল্যে এই ব্লু টিক চিহ্ন পাওয়া যেত। তবে নতুন এ ঘোষণার পর আগের ভেরিফায়েড একাউন্টের ব্লু টিক চিহ্ন থাকবে কি না তা জানানো হয়নি।
সামাজিক মাধ্যমটির এমন ঘোষণা বিতর্কের জন্ম দিয়েছে। এখন যে কেউ কোনো রাজনীতিবিদ বা সেলিব্রেটির নামে একাউন্ট খোলে অর্থের বিনিময়ে ব্লু টিক চিহ্ন নিয়ে ভুল তথ্য ছড়াতে পারেন বলে শঙ্কা দেখা দিয়েছে।
সারাবাংলা/আইই