সিলেটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৬ নভেম্বর ২০২২ ১৪:৪৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৪:৫৫
সিলেট: নগরীর পাঠানটুলা এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ নভেম্বর) দুপুরে নগরীর পাঠানটুলার পল্লবী সি ব্লকের ২৫ নম্বর ধীরেন্দ্র দের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্নয় তালুকদারের মেয়ে শিপা তালুকদার ও জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাস দাসের ছেলে রিপন দাস।
জানা গেছে, রিপন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন ও শিপা একটি কলেজে অধ্যয়নরত ছিলেন। এই দম্পতির দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে ওই ঘরের মধ্যে শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে তখন ডাকাডাকি করে রিপন ও শিপার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয় জালালাবাদ থানা পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওই ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লিখা আছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’ তবে চিরকুটটি শিপা নাকি রিপন লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘সকাল ১১টার দিকে আমরা খবর পাই। তারপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্ত হবে।’
তিনি বলেন, ‘ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে।’
সারাবাংলা/ইআ