হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২২ ১৩:৩৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৩:৩৮
৬ নভেম্বর ২০২২ ১৩:৩৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১৩:৩৮
ঢাকা: রাজধানীর হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক যুবক মারা গেছেন। রোববার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধে মেন্দী ডেন্টাল কলেজ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসআই নাজমুল হুদা জানান, রোববার সকালে হাজারীবাগের বেড়িবাঁধে মেন্দি ডেন্টাল কলেজ রোডে কোনো এক যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন ওই যুবক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
তিনি জানান, কোন যানবাহনের চাপায় তিনি মারা গেছেন তা জানা যায়নি। যানটি সনাক্তেরর চেষ্টা চলছে। ওই যুবকের পড়নে ছিল কালো রঙের ফুল হাতা শার্ট-প্যান্ট ও সোয়েটার।
সারাবাংলা/এসএসআর/ইআ