Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকরা রূপান্তরের মূল হাতিয়ার: শিক্ষামন্ত্রী

ঢাবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ২১:৩৮

ফাইল ছবি

ঢাকা: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন চাইছি তার জন্য শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা পরিবর্তন বা সংস্কারের কথা নয় বরং রূপান্তরের কথা বলছি। আর এই রূপান্তরের মূল হাতিয়ার হচ্ছেন শিক্ষকরা।’

তিনি বলেন, ‘শিক্ষককে এমন শিক্ষক হতে হবে যিনি অনুপ্রেরণা দেন, শিক্ষার্থীদের বোঝেন, যার কাছ থেকে শিক্ষার্থীরা আলোকিত পথের দিশা দেন। যাকে দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় সবাইকে এমন শিক্ষক হয়ে উঠতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমএএ) উদ্যোগে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে শিক্ষকতার ৪০ বছরপূর্তি উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘এই বিভাগের শিক্ষার্থী হওয়াও একটা গর্বের বিষয়। এটি এমন একটি জগৎ যা গোটা জগৎটা চালাচ্ছে। সবকিছুতেই মার্কেটিং প্রয়োজন হয়। অধ্যাপক মীজানুর রহমানকে আমি রাজনৈতিকভাবে স্পষ্টবাদী হিসেবে চিনি। আমাদের প্রধানমন্ত্রী যখন সবাইকে উদ্যোক্তা হতে তাগিদ দিচ্ছেন সেখানে অধ্যাপক মীজানুর রহমান উদ্যোক্তা হওয়ার মন্ত্র শিক্ষার্থীদের হাতে কলমে নিয়মিত শিখিয়ে যাচ্ছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আজকে আমাদের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে পড়াশোনার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। একইসাথে একজন শিক্ষাগুরুকে সম্মাননা প্রদান করা হচ্ছে। ড. মীজানুর রহমান; যিনি তার কাজের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। আমি প্রত্যাশা করব, আমাদের শিক্ষার্থীরা যারা বৃত্তি পেলো তারা এই বৃত্তির যে প্রত্যয় সেটি তাদের জীবনে প্রেরণা হিসেবে নেবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমি শিক্ষক। এটা আমি পছন্দ করেই করি। কোনো বিষয়ে খণ্ডিত জ্ঞান যেন শিক্ষার্থীরা অর্জন না করেন তার জন্য আমি শিক্ষার্থীদের প্রেক্ষাপট ধরে শিখাতাম, এতে তারা একটা বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পেত।’

তিনি বলেন, ‘আমি যেখানেই যাই আমি এই মার্কেটিং বিভাগেই ফিরে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কারণ এটিই আমার ভিত্তি। আমি বিভাগের প্রতি, বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমএ) সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ৫২জন শিক্ষার্থীকে ‘এমজিআই-মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ’ দেওয়া হয়।

সারাবাংলা/আরআইআর/একে

দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর