Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাঘ ইকো মোটরসের বিক্রয় প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ১৮:২৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ২১:৪২

ঢাকা: রাজধানীতে বাঘ ইকো মোটরসের বিক্রয় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। হোটেলের প্রবেশ মুখেই চোখে পড়ছে স্কুটি, থ্রি-হুইলার, কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার। বিদ্যুৎ ও সোলারে চালিত দেশে উৎপাদিত এসব যানবাহন সম্পর্কে খোঁজ নিচ্ছেন ক্রেতা ও ডিলাররা।

বাঘ ইকো মোটরসের কর্মকর্তা বলছেন, তারা বেশ সাড়া পাচ্ছেন। পরিবেশবান্ধব এসব যানবাহনের প্রি-বুকিংও দিচ্ছেন অনেকেই।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের প্রবেশ মুখে এমন চিত্র দেখা গেছে। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে বাঘ ইকো মোটরসের প্রদর্শনী।

শনিবার সোনারগাঁও হোটেলের মূল ফটকে দেখা গেছে, প্রতিষ্ঠানটির বিক্রয় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সেখানে একটি স্কুটি দেখা যায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, স্কুটির মোটর ইলেকট্রিক ও এক হাজার ওয়াটের। বিদ্যুতে একবার চার্জ দিলে এটি ৭০ কিলোমিটার যাবে। ব্যাটারির ওয়ারেন্টি ৫ বছরের। ব্যাটারি লিথিয়াম আয়নের। ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় পাঁচ ঘন্টা লাগে। স্কুটিটির দাম ধরা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। যার টপ স্পিড ৫০ কিলোমিটার। তবে এই স্কুটিটি এখনও সরকারের অনুমোদন পায়নি।

থ্রি হুইলার (বাঘ বায়ান্ন): বাঘ ইকো মোটরসের থ্রি-হুইলারের নাম দেওয়া হয়েছে বাঘ বায়ান্ন। এর মধ্যে ওয়াইফাই রয়েছে। রয়েছে ইন্টারটেইমেন্ট ট্যাব। আছে সিসি ক্যামেরাও। যাত্রীদের মোবাইল চার্জ দেওয়ার জন্য হুইলারটিতে চার্জিং অপশনও রয়েছে। আচে ইমার্জেন্সি প্যানিক বাটন। এ ছাড়া থ্রি-হুইলারের ছাদে রয়েছে সোলার। যাত্রীদের জন্যে ফ্যানের সুবিধা রয়েছে। এর সর্বোচ্চ গতি ৫০ কিলোমিটার। বিজ্ঞাপনের জন্যে এর পেছনে এলইডি প্যানেলও রয়েছে। ব্যাটারি ওয়ারেন্টি ৫ বছর। এই হুইলারটি বাণিজ্যক ও ব্যাক্তিগত পরিবহন হিসাবেও ব্যবহার করা যাবে। একবার চার্জে বাঘ বায়ান্ন ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। আর সোলার ব্যাকআপ আপ দিয়ে চলবে আরও ৪০ কিলোমিটার। প্রতি কিলোমিটার পথ অতিক্রমে বিদ্যুৎ বা জ্বালানি খরচ পড়বে ৭০ পয়সা। এরইমধ্যে এটি বিআরটিয়ের অনুমোদন পেয়েছে। আর এই হুইলারটির মাধ্যমেই প্রতিষ্ঠানির আনুষ্ঠিানিক যাত্রাও শুরু হয়েছে। থ্রি-হুইলারটির দাম ছয় লাখ ৯০ হাজার টাকা। চার লাখ টাকা নগদ দিয়ে দুই লাখ ৯০ হাজার টাকার কিস্তি সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির বিস্ময় নামের একটি কাভার্ড ভ্যানও বাজারে আনবে। সোনারগাঁও হোটেলে সেটির প্রদর্শনীও অনুষ্ঠিত হচ্ছে। এই ভ্যান দিয়ে এক টন মালামাল পরিবহন করা যাবে। তবে এই ভ্যানটি এখনও সরকারের অনুমোদন পায়নি। বাঘ ইকো মোটরস বাজারে আসার পথে থাকা প্রাইভেট কারের প্রাথমিক নাম দিয়েছে বিপ্লব। প্রাইভেট কারটিতে অন্যান্য প্রাইভেট কারের সব সুবিধাই মিলবে। বাড়তি হিসাবে এরমধ্যে ট্যাব ও ইন্টারনেট রয়েছে। জ্বালানির পরিবর্তে চলবে বিদ্যুৎ ও সোলারে।

বাঘ ইকো মোটরসের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সেলিম রেজা সারাবাংলাকে বলেন, ‘সারাবিশ্বেই ইলেকট্রিক যানবাহন রয়েছে। আমাদের তৈরি যানবাহনগুলোতে বাড়তি সুবিধা হিসাবে সোলার যোগ করা হয়েছে। এগুলো খুবই পরিবেশবান্ধব, কারণ বিকল্প জ্বালানি হিসাবে আমরা সূর্যের আলোও কাজে লাগাতে পারছি। এতে বিদ্যুৎ সাশ্রয়ও।’

তিনি বলেন, ‘অন্যান্য পরিবহনে এসিড ব্যাটারি থাকে। এসিড পড়ে পরিবহনগুলোর ক্ষতি হয়। যেহেতু আমাদের ব্যাটারিতে লিথিয়াম ব্যবহার করা হয়েছে, সেটি পরিবেশবান্ধব। পরিবেশবান্ধব এসব যানবাহন ব্যবহারের ফলে দেশে কার্বন নি:সরণের তকমাও পাবে।’

বাঘ ইকো মোটরসের জেনারেল ম্যানেজার (জিএম) শাহেদ কামাল সারাবাংলাকে বলেন, ‘এই প্রদর্শনীতে আমরা খুবই সাড়া পাচ্ছি। ক্রেতা ও ডিলাররা আসছেন। ক্রেতাদের অনেকেই প্রি-বুকিংয়ের আগ্রহ দেখাচ্ছেন। ডিলারশিপ নেওয়ার ব্যাপারেও অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমাদের এখানে ৫০টির মতো থ্রি-হুইলার এসেম্বিলিং করা হয়েছে। যারা আগে বুকিং দিয়েছিলেন এখন তাদের ডেলিভারি দেওয়া হবে। এরইমধ্যে থ্রি-হুইলারটির বেশ কিছু বুকিং হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোনারগাঁও হোটেলে শনিবারই শেষ হচ্ছে প্রতিষ্ঠানটির প্রদর্শনী। তবে বাঘ মোটরসের বিভিন্ন যানবাহন সম্পর্কে বিস্তারিত জানা যাবে উত্তরার এক নম্বর সেক্টরের এক নম্বর সড়কের এক নম্বর বাড়িতে অবস্থিত শোরুমে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

থ্রি-হুইলার বিক্রয় প্রদর্শনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর