‘১১ নভেম্বরের পর দেখা যাবে কত ধানে কত চাল’
৫ নভেম্বর ২০২২ ১৭:৪৫ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ২১:০৮
রংপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বিএনপির উদ্দেশে বলেছেন, এখন যত মিছিল-সমাবেশ করার ইচ্ছে করে নেন। আগামী ১১ নভেম্বর যুবলীগ সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। ওই দিনের পর দেশের রাজপথ যুবলীগের দখলে থাকবে। তখন দেখা যাবে কত ধানে কত চাল।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে ভণ্ড ও প্রতারকের দল আখ্যা দিয়ে পরশ বলেন, ‘৫ বছর বয়সে বাবাকে হারিয়ে আমি ২১ বছর বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তাদের শাসনামলে আমার অধিকার কই ছিল?’
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি বিএনপি ভণ্ড এবং প্রতারকদের দল। এই দল সভা-সমাবেশের নামে এখন দেশজুড়ে মিথ্যাচার করছে। মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মানুষের সীমা আছে, কিন্তু বিএনপির ভণ্ডামির কোনো সীমা নেই। তাদের কোনো লজ্জা শরমও নেই।’
তিনি বলেন, ‘বিএনপি আমলে আওয়ামী লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ ছিল নিত্যদিনের ব্যাপার। যারা ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড চালিয়ে ২৫ নেতাকর্মীকে হত্যা করে, তারা সমাবেশ করার অধিকার চায় কোন মুখে?’
তিনি আরও বলেন, ‘৩ নভেম্বর জেলখানার ভেতরে বিনা বিচারে মোশতাক-জিয়া হত্যাযজ্ঞ চালিয়ে ইনডেমনিটির মতো কালো আইন সৃষ্টি করে, তারা আজ মানবাধিকার লঙ্ঘনের বক্তৃতা দেয়। ভণ্ডামির একটা সীমা আছে, কিন্তু এদের লজ্জা নাই।’
সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপির সমাবেশ হলে পরিবহন ধর্মঘট আওয়ামী লীগ দেয় না। এই ধর্মঘট দেন পরিবহন শ্রমিকরা। কারণ, পরিবহন মালিক ও শ্রমিকরা জানে, বিএনপি অতীতে আন্দোলন-সমাবেশের নামে জ্বালাও পোড়াও করেছে, ভাংচুর করেছে। পেট্রলবোমা নিক্ষেপ করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এ কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা বিএনপির হামলা-ভাংচুরের ভয়ে পরিবহন ধর্মঘট দেন।’
রংপুর জেলা যুবলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সারাবাংলা/পিটিএম