Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ মাঠে বিএনপির কর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ১৬:০৫

বরিশাল: বিভাগীয় সমাবেশ উপলক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মীরা যাচ্ছেন সমাবেশস্থলে।

পরিবহন ধর্মঘটের কারণে যান চলাচল বন্ধ থাকায় নৌপথে ট্রলার ও মালবাহী কার্গোতে করে বরিশাল আসছেন বিএনপির নেতাকর্মীরা। কাছাকাছি দূরত্বের অধিকাংশই এসেছেন হেঁটে।

এদিকে সংসদ সদস্য হওয়ার দৌড়ে থাকা স্থানীয় নেতাদের অনেকেই সমাবেশস্থলে শোডাউন করেছেন। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকেই সমাবেশস্থলে তারা অনুসারীদের নিয়ে খণ্ড খণ্ড মিছিল করেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আসা বিএনপির কর্মী আমানুর জানান, লঞ্চ বন্ধ থাকায় স্থানীয় নেতাকর্মীরা একত্রে আসতে পারেননি। বিভিন্ন উপায়ে ট্রলারে করে বরিশাল পৌঁছেছেন তারা। এরপর নগরীর মধ্যে একত্র হয়ে মিছিল করে সমাবেশস্থলে পৌঁছান। এভাবে পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান আশা প্রকাশ করে বলেন, ‘সমাবেশে লাখো মানুষ উপস্থিত হবে।’

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, ‘শনিবারের গণসমাবেশ বৃহত্তর সমাবেশে পরিণত হবে।’

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদ এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় নগরী বরিশালে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ নভেম্বর) বরিশালে বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/একে

বরিশাল বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর