কোটি টাকার দিরহাম নিয়ে শারজাহ যাওয়ার পথে ধরা
৫ নভেম্বর ২০২২ ১৫:৩৫ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ১৭:৩০
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ থেকে পাচারের পথে প্রায় পৌনে এক কোটি টাকার সমপরিমাণ দিরহাম নিয়ে মধ্যপ্রাচ্যের শারজাহ যাওয়ার পথে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শনিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক মোহাম্মদ আলীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে। তিনি শনিবার ভোর ৬টা ৫০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শারজাহ’র উদ্দেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করা এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমনাবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা যাত্রী মোহাম্মদ আলীর কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে। এর ভেতরে সেলাই করা অবস্থায় রাখা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম পাওয়া যায়, যা ঘোষণাবর্হিভূতভাবে আরব আমিরাতে নিয়ে যাওয়া হচ্ছিল। বাংলাদেশি টাকায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা তিনি অবৈধ পন্থায় পাচারের চেষ্টা করেছেন। এছাড়া তার কাছ থেকে ৬টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ আলী চলতি বছরের ১০ মাসে ছয়বার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দেশে যাওয়া-আসা করেছেন। প্রতিবারই তিনি দেশ থেকে বৈদেশিক মুদ্রা পাচার করেছেন।
আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সারাবাংলা/আরডি/একে