Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সংবিধান পরিবর্তন করা দরকার: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ২৩:৫৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ০০:০১

ঢাকা: মানুষকে সংবিধান সম্পর্কে সহজ করে বলতে হবে, যাতে মানুষ বিশ্বাস করে এই সংবিধান পরিবর্তন করা দরকার বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত ‘সংস্কার কেন প্রয়োজন এবং কীভাবে সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মান্না বলেন, সংবিধানে পরিবর্তন আনা প্রয়োজন। আর এটা করতে হলে জেনে বুঝে ধীরে এগিয়ে যেতে হবে। এই সংবিধানে প্রধানমন্ত্রীকে জারের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। বেশিরভাগ লোকই সংবিধানের ধারা সম্পর্কে জানে না। সংবিধানের ৭ ধারা থাকলে এই সরকারের বিরুদ্ধে কোথাও কিছু বলা যাবে না। মানুষের অধিকার থাকবে না। মানুষকে সংবিধান বুঝিয়ে আন্দোলনে আনা কষ্টকর।’

মান্না বলেন, ‘মানুষ যেভাবে জনসমাবেশগুলোতে অংশ নিচ্ছে এগুলো তো অভ্যুত্থানের মতোই। সব কিছু বন্ধ তারপরও মানুষ যাচ্ছে এবং খেয়াল করবেন এরা সবাই বিএনপির সমর্থক নয়। এখানে সাধারণ মানুষ আছেন যারা মনে করেন জিনিসের দাম কমানো দরকার।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সংবিধান প্রণয়নের সময় একজন ব্যক্তিকে ক্ষমতা প্রণয়নের চিন্তা মাথায় রেখে করা হয়েছে। ফলে সংবিধান ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছে। এখন সেই কর্তৃত্ববাদী সরকার চলছে। তারা এখন ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে যাচ্ছে।’

আলোচনাসভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী সভাপতি শহিদ উদ্দিন মাহমুদ স্বপন,ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/একে

মান্না সংবিধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর