Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম একটি নিকৃষ্ট যন্ত্র: বদিউল আলম মজুমদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ২২:৪০

রংপুর: ইভিএমকে একটি নিকৃষ্ট যন্ত্র হিসেবে উল্লেখ করে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ইভিএম দিয়ে বাইরের কেউ কারচুপি করতে না পারলেও স্যুট-কোট পরে আসা নির্বাচন কমিশনের লোকজন দ্বারা কারচুপি করা সম্ভব।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধায় রংপুরের আরডিআরএস মিলনায়তনে কেবল অর্থনৈতিক সংষ্কার নয়, সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক সংস্কার শীর্ষক এক নাগরিক সংলাপে একথা বলেন।

তিনি বলেন, ‘ইভিএম একটি দুর্বল ও নিকৃষ্ট যন্ত্র। এটি যন্ত্র হিসেবে ইলেকট্রনিক কিন্তু ফলাফল তৈরি হয় ম্যানুয়ালি। যেখানে স্যুট-প্যান্ট পরে ভদ্রভাবে কারচুপি করা যায়। নির্বাচনকালীন অফিসাররা তাদের আঙুলের ছাপ দিয়ে কিংবা কারিগরি সহায়তায় ইভিএমে কারসাজি করতে পারবে। ইসি ইভিএমের কোনো ত্রুটি খুঁজে না পেলেও ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব নয়। এ কারণে ইভিএম ও ইসির ওপর মানুষের আস্থা নেই।’

এ সময় বিশ্বব্যাপী সংকটকালে ইভিএমএর পেছনে ৯ হাজার কোটি টাকা খরচের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

তিনি আরও বলেন, ‘কোনো দলীয় সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতীতের যত নির্বাচন হয়েছে তার মধ্যে দলীয় সরকারের আমলে নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। তবে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে নাকি নির্বাচনকালীন সরকারের মাধ্যমে হবে, তা রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে। আমরা শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি।’

নাগরিক সংলাপে সুজন রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সুজন রংপুর মহানগরের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। এ সময় বক্তব্য রাখেন আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান, সুজনের মহানগর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) নাসিম উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, সুজন লালমনিরহাট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইভিএম টপ নিউজ বদিউল আলম মজুমদার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর