Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরবি রক্ষা : ৪৮০ দিনের আন্দোলনের সমাপনী কর্মসূচি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ২২:১৯

চট্টগ্রাম ব্যুরো : আনুষ্ঠানিক ঘোষণা না এলেও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রামের সিআরবি থেকে হাসপাতাল প্রকল্প সরিয়ে নেওয়ার ‘খবর পেয়ে’ ৪৮০ দিনের নিরবচ্ছিন্ন আন্দোলনের ইতি টানছে ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’। সিআরবি রক্ষার ডাক দিয়ে গঠিত সংগঠনটি সমাপনী হিসেবে দুই দিনের কর্মসূচি পালন করছে।

প্রথমদিনে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে সিআরবি চত্বরে সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। এতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাগরণের গান, লালনগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

বিজ্ঞাপন

শনিবার আনন্দ মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে টানা আন্দোলন। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী উপস্থিত থাকবেন।

সাংস্কৃতিক সমাবেশে সভাপতির বক্তব্যে নাগরিক সমাজের আহবায়ক ড. অনুপম সেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর আবেগের প্রতি একত্মতা প্রকাশ করে সিআরবি থেকে হাসপাতাল সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রগতিশীল সাংবাদিক, সংস্কৃতিকর্মী, তারুণ্যের হাত ধরে গড়ে ওঠা এই আন্দোলন বিরতিহীনভাবে চলেছে, যা একদিনের জন্যও বন্ধ হয়নি। এমনকি ঈদ, পূজাপার্বণ, উৎসবের দিনও চলেছে। এমন দীর্ঘ আন্দোলন ইতিহাসে নজিরবিহীন। প্রতিকূল আবহাওয়া, রোদ, বৃষ্টি কোনোকিছুই থামাতে পারেনি। আন্দোলনের মূলশক্তি চট্টলার সাধারণ জনগণ, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, আইনজীবী, সরকারি কর্মকর্তা, শ্রমিক, কৃষক, দিনমজুর, সকল শ্রেণিপেশার মানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাসেম, নাগরিক সমাজের সদস্য সচিব ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, শ্রমিক লীগ নেতা আব্দুল আহাদ, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন, আমিনুল ইসলাম মুন্না, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক নূরুল আজিম রনি, শিবুপ্রসাদ দাশ, সব্যসাচী টিটু, রাহুল দাশ, মাহমুদুল করিম এবং মাইমুন উদ্দিন মামুন।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সিআরবি নিয়ে লেখা প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পী আলাউদ্দিন তাহের, অসীম দাশগুপ্ত ও নারায়ণ দাশ। এছাড়া বাউল গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হানিফ মিয়া।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের আওতায় সিআরবিতে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড। ৪০০ কোটি টাকা ব্যয় ধরা হয় ১২ বছর মেয়াদী এই প্রকল্পের জন্য।

দুই বছর আগে প্রকল্পটি অনুমোদনের বিষয় প্রকাশ পেলে চট্টগ্রামে বিভিন্ন নাগরিক ও পেশাজীবী সংগঠন আন্দোলনে নেমেছিল। ২০২১ সালের জুলাইয়ে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরুর বিষয়টি উঠে এলে আবারও সোচ্চার হন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন এবং ১৭ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংসের এই প্রক্রিয়া রুখে দাঁড়ানোর আহ্বান জানালে রাস্তায় নামে মানুষ।

এরপর ‘নাগরিক সমাজ, চট্টগ্রাম’ গঠন করে ধারাবাহিকভাবে এক বছরেরও বেশিসময় ধরে সিআরবি এলাকায় নানা প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছিল।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ সিআরবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর