Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ নেতাকে সঙ্গে নিয়ে বিমানে বরিশাল গেলেন ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ২১:৪০ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ১৯:৩৭

বরিশাল: বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে একদিন আগেই বরিশালে পৌঁছেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে এসেছেন কেন্দ্রীয় তিন নেতা। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে একটি বেসরকারি বিমানের ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছান তারা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণসমাবেশের আপ্যায়ন উপ-কমিটির প্রধান মেজবাহ উদ্দিন ফরহাদ জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এদিকে মহাসচিবসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর হোটেল গ্রান্ড পার্কে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। ফখরুলকে বহনকারী গাড়িবহর সন্ধ্যা ৬টার দিকে গ্রান্ড পার্কের সামনে এসে থামে। তবে তারা সমাবেশস্থলে যাননি।

এর আগে, থেকেই বরিশালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।

আগামীকালের গণসমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সভাপতিত্ব করবেন। নগীরর বঙ্গবন্ধু উদ্যান আয়োজিত এই গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বরিশালের বিভাগীয় সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বৃহস্পতিবার রাত থেকে হাজির হতে শুরু করেছে।

শুক্রবার সন্ধ্যায় পর বাঁশের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে সমাবেশ স্থলে হাজির হয়েছেন অনেকে। বঙ্গবন্ধু উদ্যান (সমাবেশস্থল) এলাকায় অবস্থান করে এ ধরনের বেশ কয়েকটি মিছিল দেখা গেছে।

বিজ্ঞাপন

মিছিলে থাকা কর্মীদের দাবি, বিএনপির কর্মসূচিকে ঘিরে নিয়ে সরকারি দলের নেতাকর্মীরা উসকানি দিচ্ছে। নিজেদের রক্ষার জন্য লাঠি নিয়ে সমাবেশে এসেছেন তারা।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় এই উদ্যানে বিএনপির সমাবেশ শুরুর ঘোষণা রয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেল, চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন, যশোরে আব্দুল আলিমকে হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভাগীয় সমাবেশ করা হচ্ছে।

বিএনপির স্থানীয় নেতারা বলছেন, বিএনপি নেতাকর্মীরা ধর্মঘট উপেক্ষা করে একদিন আগে বিভাগের পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। বরিশাল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। জায়গা থেকে আসতে শুরু করেছেন।

কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন বলেন, ‘গণপরিবহন বন্ধ রেখে আমাদের নেতাকর্মীদের আটকে রাখা যাবে না। আশা করি সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।’

সারাবাংলা/একে

টপ নিউজ বরিশাল বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর