Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ২০:৪৩

চট্টগ্রাম ব্যুরো : আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানিয়েছেন।

আ জ ম নাছির উদ্দীন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম এসে জাতিকে বার্তা দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগরের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লায় জনসভার ব্যাপক প্রচারণা চালাতে হবে। জনসভাকে স্মরণকালের জনসমুদ্রে পরিণত করতে আজ থেকেই সব ধরনের প্রস্তুতি শুরু করুন।’

‘পলোগ্রাউন্ডের জনসভা প্রমাণ করবে এই চট্টগ্রাম আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটি। যুগে যুগে চট্টগ্রাম বিপ্লব ও পরিবর্তনের বার্তা দিয়েছে। মাস্টার দা সূর্যসেন, কাজেম আলী মাস্টার, মনিরুজ্জামান ইসলামাবদী, এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মান্নান, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এবিএম মহিউদ্দিন চৌধুরী এই বীর চট্টলা থেকে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’

নাছির আরও বলেন, ‘আমাদের ঐক্য ও সংহতি রক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহানগরীর ৬টি সংসদীয় আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। বিভেদ পরিহার করে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যতই টালবাহানা করুক, তাদের নির্বাচনে আসতে হবে। না এলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নিতে বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে।’

বিজ্ঞাপন

নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমন্ডলীর সদস্য আবদুস ছালাম, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমশের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, মোহাম্মদ হোসেন, মাহাবুবুল হক মিয়া, মানস রক্ষিত, দিদারুল আলম চৌধুরী, জোবায়েরা নার্গিস খান, আব্দুল আহাদ, আবু তাহের, শহিদুল আলম।

সভায় নগরীর ১৫টি থানা ও ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ জনসভা টপ নিউজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর