Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত দুই, মারা গেছে ৭টি গরুও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ১৩:১০

চুয়াডাঙ্গা: সদর উপজেলার আলুকদিয়ায় গভীর রাতে গরুবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারলে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই মারা যায়।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আংশিক কেটে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে একজনের মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

এছাড়া ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই মারা যায় বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে আলুকদিয়া তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর জেলার পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার হারুন অর রশিদের ছেলে মনির (৪৫) ও একই জেলার রায়পুর গ্রামের লুৎফরের ছেলে আশরাফ (৫০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মেহেরপুর জেলা শহরের খন্দকারপাড়ার জহিরের ছেলে মিনারুল (৪১) ও একই জেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কামাল হোসেন (৪০)। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি এবং নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল জানান, বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝায় ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-০০০৮) মেহেরপুরের দিকে যাচ্ছিল। ওই সময় ট্রাকের চালক আলুকদিয়া তেলপাম্পের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা মারলে ট্রাকের উপরে থাকা আশরাফ ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ উদ্যোগে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মনির নামে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ লিওন জানান, হাসপাতালে আসার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে চিকিৎসারত অবস্থায় মনিরকে মৃত ঘোষণা করা হয়। বাকি দু’জন শঙ্কামুক্ত। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ ট্রাকের ধাক্কা নিহত ২

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর