ভালোবাসা খাঁটি প্রমাণে প্রেমিকার সামনেই বিষপান, প্রেমিকের মৃত্যু
৪ নভেম্বর ২০২২ ১০:০৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২২ ১৩:৪৪
মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি কলেজে ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনেই বিষপান করেছেন এক শিক্ষার্থী। নিহত ছাত্র কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘ সময় গল্প করতে দেখা যায়। সন্ধ্যার সময় হঠাৎ ওই মেয়ের সামনেই বিষপান করে ছেলেটি। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, ‘হাসপাতালে একটি বিষপান সংক্রান্ত মরদেহ এসেছে। ময়নাতদন্তও করা হয়েছে। বিষপানেই তার মৃত্যু হয়েছে।’
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ জানান, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর ঘটনাটি ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় আমরা মর্মাহত।
মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) মশিউর রহমান বলেন, ‘মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’
সারাবাংলা/এমও